শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪

গুজরাতে গেমিং জোনে আগুন, নিহত ১৩

আহত বহু, নিহতের সংখ্যা বাড়তে পারে।

by ঢাকাবার্তা
গুজরাতে গেমিং জোনে আগ্নিকাণ্ড

ঢাকাবার্তা ডেস্ক ।। 

গেমিং জোনে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হল গুজরাতে। শনিবার সন্ধ্যায় গুজরাতের রাজকোটে ঘটেছে এই ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকলবাহিনী। আশঙ্কা গেমিং জোনের ভিতরে আটকে থাকতে পারে বহু অল্পবয়সি এবং শিশুও।

এই ধরনের গেমিং জোন সাধারণত ঘেরা জায়গায় তৈরি করা হয়। কার রেসিং থেকে শুরু করে নানা ধরনের ইনডোর এবং আউটডোর গেমের ব্যবস্থা থাকে এখানে। আগুন লাগার সময় গেমিং জোনের ভিতরে অনেকেই ছিলেন বলে পুলিশের অনুমান। হঠাৎ আগুন লাগায় তাঁরা অনেকেই ভিতরে আটকে পড়েছেন বলে আশঙ্কা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net