রাজধানী ডেস্ক।।
রাজধানীর গুলশান ১ নম্বর গোল চত্বরে এডব্লিউআর-১৮ তলা ভবনের ৯ তলায় এসির আউটডোরে আগুন লেগেছে। শনিবার (২৩ মার্চ) বিকাল ৪টা ২০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম। তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ৪টা ৩৫ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরপর আরও দুইটি ইউনিট যায়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি এই কর্মকর্তা। এছাড়া কোনও হতাহতের খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আরও পড়ুন: সাংবাদিক সাব্বির আহমেদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত