শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

গ্রামীণফোনে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না

বুধবার থেকে এটি কার্যকর হবে বলে গ্রাহকদের এসএমএস দিয়ে জানিয়েছে গ্রামীণফোন

by ঢাকাবার্তা ডেস্ক
গ্রামীণফোনে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না

বাণিজ্য ডেস্ক।।

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়েছে। আগামীকাল থেকে ৩০ টাকার নিচে রিচার্জ করতে পারবেন না গ্রামীণফোন (জিপি) অপারেটররা। বুধবার থেকে এটি কার্যকর হবে বলে গ্রাহকদের এসএমএস দিয়ে জানিয়েছে গ্রামীণফোন। পাশাপাশি প্রিপেইড গ্রাহকরা তাদের মাইজিপি অ্যাপেও এই সতর্কীকরণ নোটিশ দেখতে পারছেন।

বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে পারেন। এর আগে গ্রামীণফোনে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত। ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়। চলতি বছর এই সর্বনিম্ন রিজার্চের সীমা আবার বাড়ানো হলো।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net