রাজধানী ডেস্ক।।
কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ী এলাকায় রাস্তায় বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকদের বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। শ্রমিকরা সকাল সাড়ে ৮টা থেকে প্রায় দশটা পর্যন্ত সড়কে অবস্থান করেন বলে জানান ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (মহাখালী) আরিফুল ইসলাম রনি।
তিনি বলেন, “তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। “তবে যে যানজটের সৃষ্টি হয়েছিল তা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।”
সকাল ১১টার দিকে বনানী থানার ওসি কাজী সাহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় একটি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা বিক্ষোভ নামেন। শ্রমিকদের মূল সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর তারা এলিভেটেড এক্সপ্রেসের নিচে অবস্থান নিয়েছেন জানিয়ে তিনি বলেন, “নেপারেল নামের একটি গার্মেন্ট পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দওয়া হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। তার বকেয়া বেতন-ভাতা পরিশোধেরও দাবি জানাচ্ছে।”
কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।