শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

চট্টগ্রাম-৩ আসনের মনোনয়ন ফরম জমা দিলেন মাহফুজুর রহমান মিতা

আলোকিত সন্দ্বীপ গড়তে যারা বিশেষ অবদান রেখে গেছেন তাদেরকে দ্বীপবাসি আজীবন শ্রদ্ধা করে যাবে। সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ আশাবাদ ব্যক্ত করেন

by ঢাকাবার্তা ডেস্ক
চট্টগ্রাম-৩: সন্দ্বীপ আসনের মনোনয়ন ফরম জমা দিলেন দুই দুইবার নির্বাচিত মাহফুজুর রহমান মিতা

তহিদুল ইসলাম রাসেল।।

চট্টগ্রাম ৩-আসনের সন্দ্বীপ হতে ২বার নির্বাচিত দ্বীপবন্ধু খ্যাত মরহুম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এমপির সুযোগ্য পুত্র মাহফুজুর রহমান মিতা মনোয়নপত্র জমা দিয়েছেন।  এ সময় উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মাহফুজুর রহমান মিতা বলেন, আগামী প্রজন্মের জন্য স্বপ্নের শহর সন্দ্বীপকে সন্ত্রাস, মাদক, অপরাধমুক্ত রাখতে হলে সরকারের পাশাপাশি সন্দ্বীপের সর্বস্তরের দ্বীপ জনতাকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা শান্ত সন্দ্বীপকে অশান্তির বার্তা এনে দেয় তাদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। রাজনীতির উর্দ্ধে থেকে দ্বীপবাসির কল্যাণে যারা এগিয়ে আসবে তাদেরকে দ্বীপবাসি সম্মান ও শ্রদ্ধা জানাবে।

আলোকিত সন্দ্বীপ গড়তে যারা বিশেষ অবদান রেখে গেছেন তাদেরকে দ্বীপবাসি আজীবন শ্রদ্ধা করে যাবে। সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ আশাবাদ ব্যক্ত করেন।

 

আরও পড়ুন: চট্টগ্রাম ৯, ১০ ও ১১ আসনের মনোনয়ন ফরম কিনলেন আ জ ম নাছির

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net