সোমবার, মার্চ ১৭, ২০২৫

চলে গেলেন ‘সিআইডি’ ধারাবাহিকের ইন্সপেক্টর ‘ফ্রেডি’

দীনেশ ফাডনিশের মরদেহ তাঁর মুম্বাইয়ের বাসায় নেওয়া হয়েছে। তাঁকে শেষবারের মতো দেখতে দয়ানন্দ শেঠিসহ ‘সিআইডি’ ধারাবাহিকের বেশির ভাগ শিল্পীই বাসায় হাজির হয়েছেন। তাঁর মৃত্যুতে ভারতের ছোট পর্দার শিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

by ঢাকাবার্তা ডেস্ক
চলে গেলেন ‘সিআইডি’ ধারাবাহিকের ইন্সপেক্টর ‘ফ্রেডি’

বিনোদন ডেস্ক।।

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ অভিনেতা দীনেশ ফাডনিশ মারা গেছেন। যকৃতের জটিলতা নিয়ে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার। সিআইডি ধারাবাহিকে ‘ইন্সপেক্টর ফ্রেডরিকস’ তথা ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন দীনেশ ফাডনিশ। ‘সিআইডি’ অভিনয়শিল্পী দয়ানন্দ শেঠির বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ মঙ্গলবার মুম্বাইয়ে দৌলত নগর শ্মশানে তাঁর শেষকৃত্য হবে।

দীনেশ ফাডনিশের মরদেহ তাঁর মুম্বাইয়ের বাসায় নেওয়া হয়েছে। তাঁকে শেষবারের মতো দেখতে দয়ানন্দ শেঠিসহ ‘সিআইডি’ ধারাবাহিকের বেশির ভাগ শিল্পীই বাসায় হাজির হয়েছেন। তাঁর মৃত্যুতে ভারতের ছোট পর্দার শিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে স্ত্রী নয়না ও মেয়ে তানুকে রেখে গেছেন দীনেশ ফাডনিশ। দীনেশ ফাডনিশ ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইডিতে ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। ৯০-এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর মধ্যে একটি ছিল সিআইডি।

সিআইডি শুরু হয়েছিল ১৯৯৭ সালে। এটি টেলিভিশনের প্রথম অপরাধভিত্তিক ধারাবাহিকগুলোর অন্যতম, যা বছরের পর বছর জনপ্রিয়তা ধরে রেখেছিল। বাংলাদেশের দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে এই ধারাবাহিকের। সিআইডি ছাড়া দীনেশ আমির খান অভিনীত ‘সারফারোশ’ ও হৃতিক রোশন অভিনীত ‘সুপার ৩০’ ছবিতেও অভিনয় করেছেন।

 

আরও পড়ুন: তিন দিনে আয় ৪০০ কোটি টাকা!

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net