শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

চাকরিতে প্রবেশের বয়সসীমা: আন্দোলনকারীদের একজনের ‘বিষপান’

পুলিশ বলছে, “তিনি বিষ পান করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার স্টমাক ওয়াশ করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

by ঢাকাবার্তা ডেস্ক
চাকরিতে প্রবেশের বয়সসীমা: আন্দোলনকারীদের একজনের 'বিষপান'

ঢাকাবার্তা ডেস্ক।।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকার নীলক্ষেত মোড় অবরোধ করে রাখা চাকরিপ্রত্যাশীদের একজন ‘বিষপান’ করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তার নাম উর্মি সিদ্দিকা। তিনি ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ এর যুগ্ম আহ্বায়ক। শুক্রবার রাত  ১০টার দিকে পুলিশ কর্মসূচিতে বাধা দিলে  উর্মি ‘বিষপান করেন’ বলে সংগঠনটির আরেক যুগ্ম আহ্বায়ক জেরিন রহমানের ভাষ্য।

গণমাধ্যমকে তিনি বলেন, “আমরা আগেই বলেছিলাম, পুলিশ আমাদের বাধা দিলে বিষপান করে আমরা আত্মাহুতি দেব। রাত ১০টার দিকে পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দেয়। তখন আমাদের যুগ্ম আহ্বায়ক উর্মি সিদ্দিকা বিষপান করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে নিউ মার্কেট থানার ওসি শফিকুল গণি গণমাধ্যমকে বলেন, “পুলিশ কর্মসূচিতে কোনো বাধা দেয়নি। জনদুর্ভোগের কথা বিবেচনায় তাদেরকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু তারা সরছে না। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।”

কেউ বিষপান করেছেন কিনা, এ বিষয়ে ‘অবগত নন’ বলে জানান ওসি।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে সমন্বয় পরিষদের এই অবরোধ কর্মসূচি শুরু হয় বিকাল পৌনে ৫টায়। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন। অবরোধের কারণে আজিমপুর-সায়েন্সল্যাব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে আজিমপুর থেকে পলাশী হয়ে নিউ মার্কেট থানার সামনে দিয়ে কাঁটাবন দিয়ে গাড়ি চলাচল করছে।

এর আগে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছিলেন আন্দোলনকারীরা। শুক্রবার অবরোধের শুরু থেকেই নীলক্ষেত মোড়ে আন্দোলনকারীদের ঘিরে শক্ত অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীরা তখন ঘোষণা দেন, ‘বিষের বোতল’ নিয়ে তারা এ কর্মসূচিতে এসেছেন। তারা হুমকি দেন, পুলিশ ‘হামলা করলে বা ধরে নিতে চাইলে’ তারা বিষপান করবেন। গত কয়েক দিন ধরে অনশনকারীরাও ভ্যানে শুয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।

সমন্বয় পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রাসেল সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “আমাদেরকে ঊর্ধ্বতন বা প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাথে কথা বলিয়ে দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। আর কোনোভাবে প্রশাসন আমাদের বাধা দিলে আমরা গায়ে কেরোসিন দিয়ে আত্মহুতি দিব।”

আন্দোলনকারীদের একজন আরিফা আক্তার বলেন, “অনেক দিন ধরে আমরা সকল ধরনের চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে আন্দোলন করছি। কিন্তু বার বার আমাদের মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। “আমাদের ওপর অযৌক্তিক হামলা চালানো হয়েছে, আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গত ৮ অক্টোবর রমনা থানার এডিসি প্রধানমন্ত্রীর বা তার নিকটস্থ কারো সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সময়সীমা পার হলেও সেই আশ্বাসের কোনো প্রতিফলন নেই। সেই জন্যই পূর্বঘোষিত ছাত্র সমাবেশের অংশ হিসবে আজকের এই নীলক্ষেত মোড় অবরোধ।”

 

আরও পড়ুন: তৈরি পোশাক শ্রমিকদের বেতনের দাবির প্রতি মির্জা ফখরুলের সমর্থন

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net