মোত্তাকিন মুন, ঢাকা ।।
বড় প্রত্যাশা নিয়ে ভারতে আসলেও হতাশই করেছেন বাবর আজমরা। এবার আরো একটি দুঃসংবাদ শুনতে হলো পাকিস্তানকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন পদত্যাগ করেছেন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। যিনি পাকিস্তানের বিশ্বকাপে একাদশে থাকা খেলোয়াড় ইমাম-উল-হকের চাচা হন।
ইতোমধ্যেই চলমান আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্রুততম ৩০০০ রানের মাইলস্টোন ছুয়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক।
মূলত স্বার্থের সঙ্ঘাতের কারণেই পদত্যাগ করেছেন ইনজামাম। তিনি এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন, যেটির মালিক ক্রিকেটারদের এক এজেন্ট। ফলে ক্রিকেটারদের নির্বাচনে সেই ব্যক্তির হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়া হয়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি কোম্পানির অংশীদার ইনজামাম। সেই কোম্পানির মালিক তালহা রেহমানি। এই রেহমানি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিসহ পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারের এজেন্ট।
তার পদত্যাগের পরদিন বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলে রাখা হয়নি ভাইপো ইমাম-উল-হককে। ২০২৩ বিশ্বকাপে ব্যাট হাতে ইমামের পারফম্যান্সও ছিলো মলীন। কোনো সেঞ্চুরির দেখা তিনি পাননি। ফলে পাকিস্তানের টানা ৪ হারের জন্য বেশ সমালোচনার শিকার হয়েছিলেন এই ওপেনার ব্যাটসম্যান।
সোমবার পিসিবির অফিসে ডাকা হয় ইনজামামকে। সেখানেই জাকার সঙ্গে তার আলোচনা হয়। তার পরই প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান ইনজামাম। তবে তার জায়গায় কে দায়িত্ব নিচ্ছেন এ নিয়ে এখনও কিছু জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: বড় স্কোর নেই কোনো ব্যাটারের, ২০৪ রানে অলআউট বাংলাদেশ