রবিবার, মার্চ ১৬, ২০২৫

চালের দাম সাড়ে ৯ টাকা বৃদ্ধির পর কমেছে দেড় টাকা

অভিযানের ফলে কোথাও কোথাও ধান ও চালের দাম কিছুটা কমেছে। তবে উচ্চ মূল্যে থাকা চালের দাম কমেছে খুব সামান্য।

by ঢাকাবার্তা ডেস্ক
চালের দাম সাড়ে ৯ টাকা বৃদ্ধির পর কমেছে দেড় টাকা

বাণিজ্য ডেস্ক।।

গত মঙ্গলবার সারা দেশে মজুতবিরোধী অভিযান শুরু করেছিল খাদ্য অধিদপ্তর। অভিযানের ফলে কোথাও কোথাও ধান ও চালের দাম কিছুটা কমেছে। তবে উচ্চ মূল্যে থাকা চালের দাম কমেছে খুব সামান্য। দিনাজপুরে ১০ দিনের ব্যবধানে মিনিকেট চাল কেজিতে সাড়ে ৯ টাকা বাড়লেও অভিযানের পর কমেছে দেড় টাকা। একইভাবে বগুড়ায় পাইকারিতে চাল এক টাকা কমলেও খুচরায় এর প্রভাব পড়েনি।

দিনাজপুরে এক দিনের ব্যবধানে চালের দাম প্রকারভেদে কেজিতে কমেছে দেড় থেকে তিন টাকা। ১০ দিনের ব্যবধানে কেজিতে ৬ থেকে ৯ টাকা বাড়লেও সে তুলনায় দাম কমেনি। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৬৬ টাকায়, এক দিন আগেও যা ছিল সাড়ে ৬৭ টাকা। ১০ দিন আগেও মিনিকেট বিক্রি হয়েছে প্রতি কেজি ৫৮ টাকা। হিসাব অনুযায়ী মিনিকেট চালের বাজার বেড়েছিল সাড়ে ৯ টাকা। অভিযানের পর সেই চালের দাম কমেছে দেড় টাকা।

 

আরও পড়ুন: ইউরোপে পোশাক রপ্তানি কমেছে

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net