৮৭
বিনোদন ডেস্ক।।
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদি। এর নতুন পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ২৯ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর। এটিই চলতি বছরের শেষ ইত্যাদি। ইত্যাদি অনুষ্ঠানের এবারের পর্ব ধারণ করা হয়েছে চায়ের শহরে হিসেবে পরিচিত মৌলভীবাজারে। এখানে মঞ্চ নির্মাণ করা হয়েছে কমলগঞ্জে অবস্থিত কুরমা চা বাগান মাঠে। ঘন সবুজ অরণ্য, পাহাড়ের বুকে মুগ্ধতা ছড়ানো চায়ের বাগান, লেক আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সঙ্গে সঙ্গতি রেখে চা গাছ দিয়ে মোড়ানো মঞ্চে ধারণ করা হয় এবারের ইত্যাদি।
আরও পড়ুন: গোয়েন্দা কার্যালয়ে তানজিন তিশার দুঃখপ্রকাশ, তুলে নিলেন অভিযোগ