ডেস্ক রিপোর্ট ।।
প্রথমার্ধে আর্জেন্টিনা গোলের জন্য ১৩টি শট নেয়, কিন্তু কোনো গোল হয়নি। নিকো গঞ্জালেস একবার ক্রসবারে শট মেরে ব্যর্থ হন। বিরতির পর, ৩৭তম জন্মদিন পালন করা লিওনেল মেসিও ৬৮ মিনিটে একটি গোলের সুযোগ নষ্ট করেন। তবে শেষ পর্যন্ত লাওতারো মার্তিনেজের গোলেই আর্জেন্টিনা ১-০ ব্যবধানে চিলিকে হারায় এবং কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
ম্যাচের ৮৮ মিনিটে মার্তিনেজ বক্সের ভেতর থেকে গোল করেন। এই গোলটি আর্জেন্টিনার ২১তম শট ছিল এবং রেফারি ভিএআরের মাধ্যমে গোলের বৈধতা পরীক্ষা করেন। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ দুইবার গুরুত্বপূর্ণ সেভ করেন, যা আর্জেন্টিনার জয় নিশ্চিত করে। চিলির গোলকিপার ক্লদিও ব্রাভো ম্যাচে ৮টি সেভ করেন।
এই জয়ে আর্জেন্টিনা গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এবং পেরুর বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে।