শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ছাত্রদলের যুগ্ম সম্পাদকসহ ১০ জনের দুই বছর করে কারাদণ্ড

গণমাধ্যমকে রায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সহকারী পাবলিক প্রসিকিউটর

by ঢাকাবার্তা ডেস্ক
ছাত্রদলের যুগ্ম সম্পাদকসহ ১০ জনের দুই বছর করে কারাদণ্ড

১১ বছর আগের মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ানুল হকসহ ১০ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গত রোববার এই রায় দেন। আজ বুধবার বিষয়টি জানা যায়।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন ছাত্রদলের সহ-নাট্য সম্পাদক সোহাগ মোল্লা, ঢাকা মহানগর যুবদলের সাবেক সদস্য শরীফুর ইসলাম ওরফে মামুন, তিতুমীর কলেজ ছাত্রদল শাখার সাবেক সাধারণ সম্পাদক আবদুল আওয়াল, তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হান্নান মামুন, সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ উল্লাহ, হাফিজুর রহমান, শফিকুল ইসলাম, শফিক রায়হান ও মো. আশরাফ।

গণমাধ্যমকে রায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হেমায়েত উদ্দিন খান। তিনি বলেন, রায়ের দিন আসামিরা আদালতে উপস্থিত না থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছেন।

আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধের ঘটনায় দ্রুত বিচার আইনে বনানী থানায় মামলা করে পুলিশ। ওই মামলা তদন্ত করে ওই বছরের ১৯ ডিসেম্বর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজোয়ানুল হকসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৩ সালের ২২ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ছয়জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

ছাত্রদলের নেতাদের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বলেন, বিচারিক আদালত থেকে ন্যায়বিচার পাননি তাঁর মক্কেলেরা। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।

 

আরও পড়ুনঃ যশোরে পাঁচ দিনে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে পুলিশের ১১ মামলা, আসামি ৭০০

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net