মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

ছাত্রদল নেতা শ্রাবণকে তুলে নেয়ার অভিযোগ বিএনপির

ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র শ্রাবণকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি

by ঢাকাবার্তা ডেস্ক
ছাত্রদল নেতা শ্রাবণকে তুলে নেয়ার অভিযোগ বিএনপির

রাজনীতি ডেস্ক।।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র শ্রাবণকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন,  গতকাল সন্ধ্যায় নিখিল চন্দ্র শ্রাবণকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তৈলঘাট থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত তার কোন হদিস দিচ্ছে না। আমি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই ধরনের নির্দয় ও অমানবিক কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

 

তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় ছত্রছায়ায় এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দেশকে বিরোধী দলশূন্য না করলে নব্য বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না। সেজন্য বিরোধী দল ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে।

 

নিখিল চন্দ্র শ্রাবণ-কে তুলে নিয়ে যাওয়া অশুভ উদ্দেশ্যপ্রণোদিত ও বিপজ্জনক কোন কিছু ঘটারই ইঙ্গিতবাহী। বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, জনগণ অশান্তি ও গভীর শংকার মধ্যে দিন যাপন করছে। শ্রাবণ নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।

আমি অবিলম্বে নিখিল চন্দ্র শ্রাবণকে জনসমক্ষে হাজির করার জন্য আহবান জানাচ্ছি। কারণ তাকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং তাদেরকেই নিখিল চন্দ্র শ্রাবণ-কে ফেরত দিতে হবে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net