১২১
ঢাবি প্রতিনিধি ।।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।
সোমবার রাত সাড়ে ৯টায় শাহবাগ থেকে শুরু হয়ে মধুর ক্যান্টিন, গ্রন্থাগার ঘুরে চারুকলার সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। এসময় নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ছাত্র ইউনিয়ন নেতারা।