শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

জনগণের টাকায় নির্বাচনী ভাগ-বাটোয়ারার নাটক মঞ্চস্থ হতে দেয়া হবে না: নুর

নুর বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আছি নিজের স্বার্থ কিংবা পরিবারের জন্য নয়। আমাদেরও সুযোগ ছিলো, নির্বাচনে গেলে ২০- ৫০ কোটি টাকা পেতাম, ৫-৭টি আসন পেতা

by ঢাকাবার্তা ডেস্ক
জনগণের টাকায় নির্বাচনী ভাগ-বাটোয়ারার নাটক মঞ্চস্থ হতে দেয়া হবে না: নুর

রাজনীতি ডেস্ক।।

জনগণের টাকা খরচ করে আগামী ৭ই জানুয়ারি নির্বাচনের নামে কোনো ভাগ-বাটোয়ারার নাটক মঞ্চস্থ হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, নির্বাচন কি হবে, কারা কতটি আসন পাবে- সেটা তো ১৭ই ডিসেম্বর ভাগ-বাটোয়ারার সিদ্ধান্ত হয়েছে। এখন ডিসি, এসপি, ওসি, ইউনওদের  ভাগ-বাটোয়ারা ভাগ দিতে নির্বাচনের নামে এই প্রহসন হচ্ছে। জনগণের টাকা খরচ করে ৭ই জানুয়ারি নির্বাচনের নামে কোন ভাগ-বাটোয়ারার নাটক মঞ্চস্থ হতে দেয়া হবে না। শনিবার বিকালে দৈনিক বাংলা, ফকিরাপুল ও নাইটিংগেল মোড়ে লিফলেট বিতরণ শেষে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আছি নিজের স্বার্থ কিংবা পরিবারের জন্য নয়। আমাদেরও সুযোগ ছিলো, নির্বাচনে গেলে ২০- ৫০ কোটি টাকা পেতাম, ৫-৭টি আসন পেতাম। কিন্তু দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা সেটি করিনি। দুদিন আগে-পরে সরকার পরিবর্তন হবেই। অসহযোগ আন্দোলন সফল করতে আপনারা রাজপথে নেমে আসুন। সবাইকে দায়িত্ব নিতে হবে।

করোনাকালে আপনারা অনেকেই কর্মহীন ছিলেন। কাজেই আজ থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত ১২ দিন পর্যন্ত অফিস-আদালত বন্ধ করে অসহযোগ আন্দোলন করুন। দেশপ্রেমিক কর্মকর্তা- কর্মচারীদের প্রতি আমাদের আহ্বান, অফিস-আদালতে তালা দিয়ে বন্ধ করে দিন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, তবে আমাদের উপর আঘাত আসলে আত্মরক্ষায় পাল্টা ব্যবস্থা নিতে হবে।

 

দলের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, এই নির্বাচন হলো বিরোধীদল খোঁজার নির্বাচন। কারণ ডামি নির্বাচনে কোন বিরোধীদল অংশগ্রহণ করেনি। জনগণকে বলবো, আমরা ভোটকেন্দ্রে যাচ্ছি না, আপনারাও যাবে না। নীরব ভোট-বর্জন বিপ্লবের মাধ্যমে আপনারা একতরফা নির্বাচনে অংশগ্রহণ করা থেকে দূরে থাকুন।

গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, সহ সভাপতি বিপ্লব কুমার পোদ্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুুর রহমান, গণঅধিকার পরিষদের মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ।

 

আরও পড়ুন: বিএনপি সন্ত্রাসী দল, জামায়াত যুদ্ধাপরাধী; এদের থেকে দেশকে মুক্ত রাখতে হবে: শেখ হাসিনা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net