মোত্তাকিন মুন, ঢাকা।।
পাকিস্তানের উঠতি রাজনৈতিক কর্মী নিগাত দাদ জাতিসংঘের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ‘বিশ্বময় কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় ও অতিরিক্ত প্রকাশ’ উপদেষ্টা বোর্ডে যোগ দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বৃহস্পতিবার ৩৯ জনের কমিটির ঘোষণা দিয়েছেওন যার ভেতর পাকিস্তানের রাজণৈতিক কর্মী নিগাত দাদের নাম রয়েছে।
এই কমিটি এই বছরের শেষ নাগাদ তিনটি লক্ষ্য নিয়ে কাজ করবে। যেগুলো হলো আন্তর্জাতিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থাকে সাজানো, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উৎপাদনক্ষম করা এবং বিভিন্ন সময়ের ঝুকি ও সমস্যা নিয়ে পর্যালোচনা করা।
এর মাধ্যমে জাতিসংঘের সদস্য দেশগুলো তাদের সরকার ব্যবস্থায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর সাথে তাল মিলিয়ে নিজেদের রাষ্ট্রব্যবস্থাকে ত্বরাণ্বিত করতে পারবে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থার গঠনের পাশাপাশি এই উপদেষ্টামন্ডলীগণ মানবিক এবং গণমাধ্যমের ব্যবহারের উদেশ্যে সদস্য দেশগুলোকে সাহায্য করবে ।
একটি বিবৃতিতে দাদ বলেন নতুন প্রযুক্তির উদ্ভাবনের সাথে সাথে আমাদেরকে এই জন্য যেসকল অমানবিক ও অসাম্প্রদায়িক ঘটনা ঘটতে পারে সেগুলোকে সামনে নিয়ে আসা জরুরী।
দাদ গণমাধ্যমের অধিকার ফাউন্ডেশনের পরিচালক। এটা একটি সংগঠন যা মানবিক অধিকার, সাম্প্রদায়িকতা এবং ডিজিটাল ব্যবস্থাগুলোর সঠিক দিকগুলো নিয়ে পর্যালোচনা করে।
আরও পড়ুন: এবার পশ্চিম তীরে পুরো গ্রাম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ