মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

জানা গেল শাহরুখের ‘ডানকি’ মুক্তির তারিখ

শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমাটি বিদেশে মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর।

by ঢাকাবার্তা ডেস্ক
জানা গেল শাহরুখের ‘ডানকি’ মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক।।

বলিউড সুপারস্টার শাহরুখ খান জানিয়েছিলেন, তার নতুন সিনেমা ‘ডানকি’ মুক্তি পাবে বড়দিনের আগে আগে। এবার জানা গেল সেই তারিখ, সঙ্গে এল সিনেমার নতুন পোস্টার। ইন্ডিয়া টুডে জানিয়েছে, শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমাটি বিদেশে মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর। পরদিন ২২ ডিসেম্বর ‘ডানকি’ ভারতের হলে আসবে।

নির্মাতা রাজকুমার হিরানি ‘ডানকি’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন। সঙ্গে ছিলেন অভিজাত জোশী এবং কণিকা ধিলোন।

জিও স্টুডিও, রাজকুমার হিরানি ফিল্মস আর শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি।

‘ডানকি’ দিয়ে প্রথমবারের মত হিরানির সঙ্গে কাজ করছেন শাহরুখ। এখানে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। আরও অভিনয় করছেন সতীশ শাহ, বোমান ইরানি, ভিকি কৌশল।

‘পাঠান’ দিয়ে বছর শুরু করেছিলেন শাহরুখ। বক্স অফিসে এক হাজার কোটি টাকার বেশি আয় করেছিল সিনেমাটি। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় শাহরুখের ‘জওয়ান’। ব্যবসায়িক সাফল্যে ‘জওয়ান’ সিনেমা টপকে গেছে ‘পাঠান’সহ এ বছরের সব হিন্দি সিনেমাকে।

 

আরও পড়ুনঃ রাজের সঙ্গে সিনেমাটি এখনও চূড়ান্ত নয়: ইধিকা পাল

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net