বিদেশ ডেস্ক।।
উন্নত কর্ম পরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে জার্মানিজুড়ে ধর্মঘট পালন করছেন পরিবহন কর্মীরা। শুক্রবার (২ জানুয়ারি) দেশজুড়ে পরিবহন খাতের ৯০ হাজার কর্মীরা ধর্মঘটে গেছেন। বাস ও ট্রাম চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন লাখো যাত্রী। বাভারিয়া ছাড়া দেশটির সব রাজ্যে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল শ্রমিক সংঘ ভার্দি। সাম্প্রতিক সপ্তাহে করা সিরিজ ধর্মঘটের মধ্যে সর্বশেষ ঘটনা এটি। এতে করে দেশটির পরিবহন খাত প্রায় অচল হয়ে পড়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, ভার্দির মূল দাবি উন্নত কর্মপরিবেশ এবং কর্ম ঘণ্টা কমানোসহ বেতনভুক্ত ছুটির সংখ্যা বাড়ানো।
সোমবার এক বিবৃতিতে ভার্দির ডেপুটি চেয়ারম্যান ক্রিস্টি বেহেল বলেছেন, পরিবহন খাতে আমাদের নাটকীয়ভাবে শ্রমিকের ঘাটতি রয়েছে এবং অভাবনীয় চাপের মধ্যে পড়েছেন কর্মীরা। পর্যাপ্ত কর্মী না থাকায় সব কাউন্টারেই প্রতিদিন বাস ও ট্রেন পরিষেবা বাতিল করা হচ্ছে। এক মুখপাত্র জানিয়েছেন, আমরা আরও উন্নত কর্ম পরিবেশ এবং পরিবহণ খাতের ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করছি।