শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

জাসদ দলীয় মনোনয়ন বিক্রি শুরু করছে

জাসদের দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হয়েছেন দলীয় সভাপতি হাসানুল হক ইনু, সদস্য সচিব হয়েছেন শিরীন আখতার এবং অন্য সদস্যরা হলেন এড. রবিউল আলম, মোশাররফ হোসেন, আফরোজা হক রীনা, মীর হোসাইন আখতার ও নাদের চৌধুরী

by ঢাকাবার্তা ডেস্ক
জাসদ দলীয় মনোনয়ন বিক্রি শুরু করছে

রাজনীতি ডেস্ক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বিক্রি কার্যক্রম শুরু করছে হাসানুল হক ইনু’র নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) এ ফরম বিতরণ ও জমা দান কার্যক্রম চলবে। নির্ধারিত ফি ৫ হাজার টাকা দিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বা অনলাইনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আগামী ২৩ নভেম্বর জাসদ মনোনীত দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন বোর্ড, নির্বাচন পরিচালনা কমিটি, নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটি গঠিত হয়। দলীয় সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিরীন আখতার, অ্যাড. রবিউল আলম, মোশাররফ হোসেন, অধ্যাপক. ড. ম. আনোয়ার হোসেন, আফরোজা হক রীনা, মীর হোসাইন আখতার, রেজাউল করিম তানসেন, নুরুল আকতার, মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নাইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন ও ওবায়দুর রহমান চুন্নু।

 

জাসদের দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হয়েছেন দলীয় সভাপতি হাসানুল হক ইনু, সদস্য সচিব হয়েছেন শিরীন আখতার এবং অন্য সদস্যরা হলেন এড. রবিউল আলম, মোশাররফ হোসেন, আফরোজা হক রীনা, মীর হোসাইন আখতার ও নাদের চৌধুরী।

নির্বাচন পরিচালন কমিটির আহ্বায়ক করা হয়েছে মোশাররফ হোসেনকে। সদস্য সচিব মীর হোসাইন আখতার এবং সদস্যরা হলোন নুরুল আকতার, শহীদুল ইসলাম, শফিউদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবুল, উম্মে হাসান ঝলমল, নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, সাখাওয়াত হোসেন রাংগা, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, অ্যাড. সাদিক হোসেন, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবদুল হাই মাহাবুব, মো. খালিদ হোসেন, আবদুল আলীম স্বপন, মো. নুরুন্নবী, গোলাম মারুফ মনা, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন বাবুল, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, কুমারেশ রায়, স ম আবদুল মালেক, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন ও সহ-দফতর সম্পাদক প্রকৌশলী হারুন-অর-রশিদ সুমন।

নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটি

অ্যাড. রবিউল আলমকে আহ্বায়ক করে নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটি গঠন করেছে দলটি। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, শিরীন আখতার, অধ্যাপক. ড. ম. আনোয়ার হোসেন, আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু ও জিয়াউল হক মুক্তা।

 

আরও পড়ুন: নেই ছাত্রত্ব, তবু বিশ্ববিদ্যালয়ের ৬ সিটের রুমে একাই থাকছেন ছাত্রলীগ নেতা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net