খেলা ডেস্ক।।
ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ মিশন। তবে সোমবার হারের গ্লানি ভুলে জয়ের দেখা পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আয়ারল্যান্ডকে ২৩৫ রানে থামিয়ে দিয়ে দারুন শুরু করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু ৪০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে শঙ্কা জেগেছিল। তবে আহরার আমিন ও শিহাব জেমসের অবিচ্ছিন্ন ১০৯ রানের জুটিতে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে আইরিশদের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তন আনে বাংলাদেশ। এশিয়া কাপ থেকে রানখরায় ভোগা জিসান আলমকে বসিয়ে খেলানো হয় আদিল বিন সিদ্দিককে। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তরুণ এই ওপেনার। আশিকুর রহমান শিবলির সঙ্গে ৯০ রানের জুটি গড়েন তিনি। ৬৩ বলে ৩৬ রান করে আউট হওয়ার পর গুরুত্বপূর্ণ জুটিটি ভাঙেন আইরিশ পেসার ম্যাথু ওয়েলডন।
আরও পড়ুন: মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের চুক্তির মেয়াদ শেষ!