শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

জেলে থাকা নেতাদের পরিবারের পাশে বিএনপি

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কারাগারে বন্দি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় যাওয়ার কথা রয়েছে ড. আবদুল মঈন খানের।

by ঢাকাবার্তা ডেস্ক
জেলে থাকা নেতাদের পরিবারের পাশে বিএনপি

রাজনীতি ডেস্ক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আন্দোলনরত অবস্থায় গ্রেফতারকৃত জেলে থাকা কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীদের পরিবারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল ও চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কারাগারে বন্দি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় যাওয়ার কথা রয়েছে ড. আবদুল মঈন খানের। আজ যেকোনও সময় যেতে পারেন তিনি। শিডিউল পেলে জানাতে পারবো— বলে উল্লেখ করেন শায়রুল কবির খান।

বিএনপি সূত্র বলছে, আন্দোলনের পর বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কায় নেতাকর্মীদের বিষয়ে নমনীয় অবস্থান গ্রহণ করেছে দলটি। এক্ষেত্রে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল অব্দি জেলে থাকা নেতাদের পাশে থেকে খোঁজ খবর নেওয়া এবং তারেক রহমানকে অবহিত করার বিষয়ে নির্দেশনা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান কারাবন্দি যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে বনানীর ন্যাম ভবনে যাবেন। দিদার উল্লেখ করেন, সেখান থেকে পরে কারাগারে থাকা দলের ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরীর পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে গুলশান-২ এর ৬৭ নম্বর রোডে যাওয়ার কথা রয়েছে।

 

আরও পড়ুন: রাজনীতি ছাড়ছেন নুরুল হক নুর!

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net