রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

জোসেফের বোলিং বীরত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয়

আগের দিন পায়ে চোট পাওয়ার পরেও তার বোলিং বীরত্বে দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন ৮ রানের অবিশ্বাস্য জয়। 

by ঢাকাবার্তা ডেস্ক
জোসেফের বোলিং বীরত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয়

খেলা ডেস্ক।।

অভিষেক টেস্টেই আলো ছড়িয়েছিলেন স্পিড স্টার শামার জোসেফ। ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টেস্টে দেখিয়েছেন বল হাতে কতটা অপরিহার্য তিনি। আগের দিন পায়ে চোট পাওয়ার পরেও তার বোলিং বীরত্বে দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন ৮ রানের অবিশ্বাস্য জয়।  চতুর্থ দিনে রোমাঞ্চকর হয়ে দাঁড়িয়েছিল এই টেস্ট। শেষটাও হয়ে পড়ে শ্বাসরূদ্ধকর। ২১৬ রানের লক্ষ্যে গতকাল ২ উইকেটে অজিরা ৬২ রানে দিন শেষ করেছিল। আজ শামার জোসেফ এক সেশনে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দেন অজিদের। সার্বিকভাবে ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট। তাতে অজি দল দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২০৭ রানে। এই জয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা।

এই জয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা। ঢাকাবার্তা।

এই জয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা।ঢাকাবার্তা।

শেষ দিকে অবস্থা এমন ছিল যে লড়াইটা ছিল ৯১ রানে অপরাজিত থাকা স্টিভেন স্মিথ ও ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের। শেষ ব্যাটার হিসেবে হ্যাজলউডকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন স্মিথ। কিন্তু জোসেফ লেজ ছেঁটে দিয়ে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন দলকে।

এই জয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা। ঢাকাবার্তা।

এই জয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা। ঢাকাবার্তা।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রান করেছিল। অস্ট্রেলিয়া তার পর প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৯ রানে। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা ১৯৩ রানে থামলে পুঁজি দাঁড়ায় ২১৫। ক্যারিবীয়রা ঘুরে দাঁড়ানোয় সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

এই জয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা। ঢাকাবার্তা।

এই জয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা। ঢাকাবার্তা।

অথচ এই দিনে জোসেফ বল করতে পারবেন কিনা তা নিয়েই শঙ্কা ছিল। আগের দিন মিচেল স্টার্কের ভয়ানক ইয়র্কার আঘাত করেছিল তার পায়ে। যার জন্য হতে হয় রিটায়ার্ড হার্ট। হাসপাতালে নিয়ে তার পর স্ক্যানও করাতে হয়েছে। ওই ঘটনার পর নিজেকে সারিয়ে তুলতে বেশি সময় লাগেনি জোসেফের। চতুর্থ দিনে ক্যামেরন গ্রিন (৪১) ও ট্রাভিস হেডের মতো ব্যাটারদের বোল্ড করে ক্যারিবীয়দের আশা বাঁচিয়ে রেখেছেন। ক্যাচ আউটে পরের শিকার বানিয়েছেন মিচেল মার্শকে (১০)। দ্রুত সময়ে অ্যালেক্স ক্যারির (২) স্টাম্প উপড়ে ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছেন। ৩৩ রানে দিনের খেলা শুরু করা স্মিথ একপ্রান্তে প্রতিরোধ গড়লেও অপরপ্রান্তে তার যোগ্য সঙ্গী ছিল না।

এই জয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা। ঢাকাবার্তা।

এই জয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা। ঢাকাবার্তা।

প্রথম ইনিংসে ৫৬ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নেওয়া শামার জোসেফ ছিলেন ম্যাচসেরা। প্লেয়ার অব দ্য সিরিজও তিনি। ৫৭ রানের পাশাপাশি নিয়েছেন মোট ১৩ উইকেট।

এই জয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা। ঢাকাবার্তা।

এই জয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা। ঢাকাবার্তা।

আরও পড়ুন: হেডের সেঞ্চুরির পর হ্যাজলউডের আঘাতে জয় দেখছে অস্ট্রেলিয়া

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net