শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

জয় দিয়ে সিরিজ শুরু করলো ভারতের মেয়েরা, বোলারদের ঘূর্ণিতে কুপোকাত বাংলাদেশ

আজ রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন স্বস্তিকা ভাটিয়া।

by ঢাকাবার্তা ডেস্ক
India vs Bangladesh women cricket match

মোত্তাকিন মুন,ঢাকা।।

ভারত নারী দলকে দেড়শর আগে আটকে রেখেছিলেন বাংলাদেশ নারী দলের বোলাররা। স্মৃতি মান্ধানা ওপেনিংয়ে নেমে ৯ রানে বোল্ড হয়ে ফিরে যায় প্যাভিলিয়নে। এরপর অধিনায়ক হারমানপ্রীত কৌরকে সঙ্গে নিয়ে স্বস্তিকা গড়েন আরও ৪৫ রানের জুটি। সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে লক্ষ্যটা ছিল মাঝারি মানের। সেটা তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের ঘূর্ণির কাছে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশী টাইগ্রেসরা। সেখান থেকে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটির পরও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ফলে ৪৪ রানের জয় পায় হারমানপ্রীতের ভারত।

আজ রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন স্বস্তিকা ভাটিয়া।

জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৫১ রান করেছেন জ্যোতি। তাছাড়া মুর্শিদা করেছেন ১৩ রান।  পাওয়ার প্লেতেই মূলত বাংলাদেশ দল হেরে যায়। ৬ ওভার ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০ রান। সপ্তম ওভারের প্রথম বলে ফাহিমা আউট হলেও পুরোপুরিই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখার চেষ্টা চালিয়ে যান বাংলাদেশের অধিনায়ক। কিন্তু অপরপ্রান্তে কেউই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। নিগারের দারুণ একটি ইনিংস বৃথা যায় সতীর্থদের দায়িত্বহীনতায়। শেষ ওভার লম্বা শট খেলতে গিয়ে পূজা ভাস্ত্রাকারের বলে বোল্ড হন বাংলাদেশের অধিনায়ক। তার আগে অবশ্য টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন তিনি। আউট হওয়ার আগে খেলেন ৪৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫১ রানের ইনিংস।

এর আগে ভারতের ইনিংসে নতুন বলে মারুফার ওপরই আস্থা রেখেছিলেন জ্যোতি। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে এই পেসারকে সেট হতে দেননি শেফালি ভার্মা। অবশ্য পরের ওভারেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। সুলতানাকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন স্মৃতি মান্দানা। কিন্তু সেটা হাতে লুফে নিতে পারেননি ফারিহা তৃষ্ণা।

সেই তৃষ্ণাই পরের ওভারে দলকে ব্রেকথ্র এনে দেন। তার করা অদ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে ইনসাইড এডজে বোল্ড হয়েছেন স্মৃতি। তবে দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার শেফালি ভর্মা। ২২ বলে ৩১ রান করেছেন এই ওপেনার।

ভারতের মিডল অর্ডার ব্যাটাররাও রানের দেখা পেয়েছেন। ইয়াস্তিকা ভাটিয়া করেছেন ২৯ বলে ৩৬ রান। চারে নেমে হারমানপ্রীত করেছেন ২২ বলে ৩০ রান। তাছাড়া রিকা ঘোষের ব্যাট থেকে এসেছে ২৩ রান।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট শিকার করেছেন রাবেয়া খান। তাছাড়া ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মারুফা আক্তার।

 

আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটে বৈষম্যের অভিযোগ, নারী আম্পায়ারের অধীনে খেলতে অনীহা!

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net