সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

টঙ্গী পুলিশ ব্যারাক থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত পুলিশ কর্মকর্তার নাম মিল্টন কুন্ডু

by ঢাকাবার্তা ডেস্ক
টঙ্গী পুলিশ ব্যারাক থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাবার্তা ডেস্ক।।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ব্যারাক থেকে এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে থানার ষষ্ঠ তলার পুলিশ ব্যারাকের একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত পুলিশ কর্মকর্তার নাম মিল্টন কুন্ডু। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা বইঘের হাট এলাকার সুজিত চন্দ্র কুন্ডুর ছেলে।

এদিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মাহবুব উজ জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মিল্টন কুন্ডু গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন। রোস্টার অনুযায়ী থানার অন্যান্য কর্মকর্তা তাঁদের নিজ নিজ ডিউটিতে চলে গেলেও মিল্টন কুন্ডু মঙ্গলবার রাতে ডিউটিতে যাননি। একপর্যায়ে রাত ৯টার দিকে তিনি থানার ষষ্ঠ তলায় তাঁর কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজার ছিটকিনি আটকে দেন। রাত সাড়ে ৯টার দিকে অন্য রুমমেটরা দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে থানার পুলিশ সদস্যরা দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন এবং সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো মিল্টন কুন্ডুর ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সাংবাদিকদের বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মিল্টন কুন্ডু গত ১০ থেকে ১২ দিন আগে আমাদের থানায় যোগদান করেছেন। এখানে যোগদানের পর থেকেই তিনি প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতেন। সবার থেকে নিজেকে আড়াল করে রাখতেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ওনারা যে সিদ্ধান্ত দেবেন, সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

 

আরও পড়ুনঃ রাতভর পুলিশের অমানবিক অভিযান, বিএনপির ২০ নেতাকর্মী আটক

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net