খেলা ডেস্ক।।
টসে জিতে ফিল্ডিং নিয়ে কি ভুল সিদ্ধান্তই নিলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম? অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড যেভাবে ব্যাট করছেন, তাতে এই কথা মনেই আসতে পারে। ৯ ওভার শেষে ১০৮ রান তুলে ফেলেছেন দুজন। ওয়ার্নার ও হেড দুজনেই অর্ধশতক তুলে নিয়েছেন।
ট্রাভিস হেডের না থাকায় বিশ্বকাপে কম্বিনেশন নিয়ে ভাবনায় ছিল অস্ট্রেলিয়া। আজ অবশ্য সেই হেডকে নিয়েই পাঁচবারের চ্যাম্পিয়নরা মাঠে নামছে। দুর্ভাগ্য নিউজিল্যান্ডের বিপক্ষে টসটা জেতা হয়নি। তাসমান সাগরপারের দুই প্রতিবেশীর লড়াইয়ে টস জিতেছে নিউজিল্যান্ড। ধর্মশালায় তারা অজিদের ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে।
অলরাউন্ডার মার্কাস স্টয়নিস আজকেও চোটের কারণে খেলতে পারছেন না। নিউজিল্যান্ড দলেও চোটের কারণে পরিবর্তন এসেছে। মার্ক চ্যাপম্যানের জায়গায় এসেছেন জেমস নিশাম। ট্রাভিস হেড আসায় বাদ পড়েছেন ক্যামেরন গ্রিন।
টস হারলেও অজি অধিনায়ক কামিন্স বলেছেন, শুরুতে ব্যাট করতেও আপত্তি নেই তার। পিচ হয়তো পরে স্লো হয়ে যেতে পারে। কামিন্স বলেছেন, প্রতিবেশী দেশটি সম্পর্কে ভালো করেই জানা তাদের। কিন্তু ভুলে গেলে চলবে না এই বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতে অন্যতম ফেভারিট কিউইরা। অজিরা অবশ্য শুরুতে ধুঁকলেও এখন চেনাছন্দে ফিরেছে। স্বাভাবিকভাবেই দুই দেশের লড়াই জমজমাট হওয়ার আভাস মিলছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড
বিশ্বকাপের ২৭তম ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। বেলা ১১টায় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
আরও পড়ুন: