৫১
ডেস্ক রিপোর্ট ।।
সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথম ওভারে ১৫ রান দেন সাকিব। দ্বিতীয় ওভার করতে এসে প্রথম ৩ বলে দেন ১০ রান। এরপর লেংথ কমিয়ে আনেন। জায়গা বানিয়ে খেলতে গিয়ে রোহিত শর্মা বলটি খাড়া ওপরে তুলে দেন। মিড অফে অনেকটা সময় নিয়ে ক্যাচটি নেন জাকের আলী।
৪র্থ ওভারের ৪র্থ বলে দলীয় ৩৯ রানে রোহিত শর্মা বিদায় নেন। ১১ বলে ২৩ রান করেন ভারতীয় এ ব্যাটার। রোহিতকে সাজঘরে ফেরানোর মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র ৫০ উইকেটধারী ক্রিকেটারে পরিণত হন সাকিব আল হাসান।