ডেস্ক রিপোর্ট ।।
টস হেরে আগে বোলিং করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে আটকে রেখেছে বাংলাদেশ।
শুরুতে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের তোপের মুখে ২৩ রানে ৪ উইকেট হারায় আফ্রিকা। এরপর ৭৯ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন হেনরি ক্লাসেন ও ডেভিড মিলার। তবে শেষ দিকে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে বেশিদূর এগোতে পারেনি তারা। শেষ ২ ওভারে রিশাদ ও মোস্তাফিজুর রহমান মাত্র ৮ রান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তানজিম সাকিব। তাসকিনের শিকার ২ উইকেট আর ১ উইকেট নেন রিশাদ হোসেন।
এবার মিলারকে ফেরালেন রিশাদ
প্রথম ৩ ওভার দিয়েছিলেন ২৮ রান। দিনটা ভালো যাচ্ছিল না রিশাদ হোসেনের। তবে ১৯তম ওভারে আক্রমণে এসে ডেভিড মিলারকে ফেরালেন তিনি। ৩৮ বলে ২৯ রান করেন মিলার।
ক্লাসেনকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাসকিন
২৩ রানে ৪ উইকেট হারানোর পর জমে গিয়েছিল হেনরি ক্লাসেন ও ডেভিড মিলারের জুটি। এবার ক্লাসেনকে ফিরিয়ে তাসকিন ভাঙলেন ৭৯ রানের জুটি।
৫০ রানের জুটি মিলার ও ক্লাসেনের
৫০ রানের জুটি পূর্ণ হলো ডেভিড মিলার ও হেনরিন ক্লাসেনের।
২৩ রানে ৪ উইকেট হারানোর পর এই দুজনের ব্যাটে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা।
মিলারকে নতুন জীবন দিলেন লিটন
বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট নিতে পারতেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ডেভিড মিলারের ক্যাচ গ্লাভসে নিতে পারেননি লিটন কুমার দাস।
ধাক্কা সামলাচ্ছেন ক্লাসেন ও মিলার
২৩ রানে ৪ উইকেট হারানোর পর হেনরি ক্লাসেন ও ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার ইনিংসের হাল ধরেছেন। ১০ম ওভারে রিশাদ হোসেনকে দুই ছক্কা মেরেছেন ক্লাসেন। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫৭ রান।
আবার সাকিবের শিকার, ২৩ রানে ৪ উইকেট নেই আফ্রিকার
নিজের তৃতীয় ওভারে তৃতীয় শিকার ধরলেন তানজিম হাসান সাকিব। এবার তার শিকার হয়ে ফিরলেন স্টাবস। লেন্থ বুঝতে না পেরে কাভারে তুলে দেন তিনি, ক্যাচ নেন সাকিব আল হাসান। ৫ ওভারে আফ্রিকার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৪ রান।
এবার প্রোটিয়া অধিনায়কের স্টাম্প উপড়ে ফেললেন তাসকিন
এবার শিকার তাসকিনের। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক অ্যাইডেন মারক্রামের উইকেট উপড়ে ফেললেন এই ডানহাতি পেসার। ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩ রান।
ভয়ঙ্কর ডি ককের স্টাম্প উপড়ে ফেললেন সাকিব
প্রথম ওভারেই আক্রমণ শুরু করেন কুইন্টন ডি কক। তবে তাকে বেশিদূর এগোতে দেননি তানজিম হাসান সাকিব। ইনিংসের তৃতীয় ওভারেই তার স্টাম্প উপড়ে ফেললেন এই ডানহাতি পেসার। ১১ বলে ১৮ রান করেন ডি কক। ৩ ওভারে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৯ রান।
চার-ছক্কা খেয়ে উইকেট নিলেন সাকিব
প্রথম ওভারের দ্বিতীয় বলে ছক্কা খাওয়ার পরের বলেই চার হজম করেন তানজিম হাসান সাকিব। পঞ্চম বলে কুইন্টন ডি কক প্রান্ত বদলান। পরের বলেই আরেক ওপেনার রেজা হেন্ড্রিক্সকে ফেরালেন সাকিব। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি।
ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ সৌম্য
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ফিল্ডিং করবে টাইগাররা। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। তার জায়গায় একাদশে ফিরেছেন জাকের আলি।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
এর আগে ৫ ম্যাচে একটি দলই টসে জিতে ব্যাটিং নিয়েছিল। প্রথম ম্যাচে এমন করেছিল শ্রীলঙ্কা। তারা অলআউট হয়েছিল ৭৭ রানে। দেখা যাক বাংলাদেশ আজ তাদের কত রানে আটকাতে পারে।
প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আজ জিতলে সুপার এইটের পথ আরও মসৃন হবে টাইগারদের। তবে এই ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে আট ম্যাচ খেলে কোন জয় নেই বাংলাদেশের।