স্টাফ রিপোর্টার।।
রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে পায়ের আঙুল কাটা পড়ে আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। রবিবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে এখন তার চিকিৎসা চলছে।
এ তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে বাঁ পায়ের আঙুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মুহাম্মদকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে।