শুক্রবার, জুলাই ১১, ২০২৫

ডলার সংকটে বিদেশে কার্ড দিয়ে ক্যাশ তোলা বন্ধ করেছে ব্র্যাক ব্যাংক

দেশে ডলার সংকট চলমান থাকায় এমন ঘটনা ঘটলো

by ঢাকাবার্তা ডেস্ক
ডলার সংকটে বিদেশে কার্ড দিয়ে ক্যাশ তোলা বন্ধ করেছে ব্র্যাক ব্যাংক

বাণিজ্য ডেস্ক।।

বিদেশে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার ব্যাংকটির রিটেল ব্যাংকিং ইউনিটের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে ডলার সংকট চলমান থাকায় এমন ঘটনা ঘটলো। তিনি জানান, নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকটি এ সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল রাতে ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এই স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। এতে আরও বলা হয়, ‘প্রিয় গ্রাহক, ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।’

 

আরও পড়ুন: সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net