শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ডিবি অফিসে তাপস-অপু বিশ্বাস

এর আগে কৌশিক হোসেন তাপসের স্ত্রী ও গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নী ও অপু বিশ্বাসের মধ্যেকার অডিও কল ফাঁসের ঘটনা ঘটে

by ঢাকাবার্তা ডেস্ক
ডিবি অফিসে তাপস-অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক।।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এসেছেন সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন তারা। সূত্রের বরাতে জানা গেছে, দুজনের মধ্যে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধানের জন্য ডিবি কার্যালয়ে এসেছেন কৌশিক ও অপু বিশ্বাস। বর্তমানে কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে আলোচনা চলছে তাদের মধ্যে।

এর আগে কৌশিক হোসেন তাপসের স্ত্রী ও গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নী ও অপু বিশ্বাসের মধ্যেকার অডিও কল ফাঁসের ঘটনা ঘটে। সেখানে তাপসের সঙ্গে আরেক নায়িকা বুবলীর সম্পর্ক বিষয়ে নানা কথা বলতে শোনা যায়। এরপর কয়েকদিন আগে মুন্নী অভিযোগ করেন, অপু বিশ্বাস কলটি যে প্রকাশ করবেন সেটা তিনি জানতেন না। এরপর পাল্টা উত্তর দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাসও। এবার এ বিষয়গুলো নিয়েই ডিবি অফিসে আলোচনা চলছে বলেও জানা যায়।

 

আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘনের জবাবে মাহি বললেন, ‘দোয়া চাইতে গিয়েছিলাম, ভোট চাইনি’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net