সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

ডি ককের ১৭৪, বাংলাদেশকে ৩৮৩ রানের লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা

সরাসরি। বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ

by ঢাকাবার্তা ডেস্ক
ডি ককের ১৭৪, বাংলাদেশকে ৩৮৩ রানের লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক।।

সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৩৮২/৫ (ইয়ানসেন ১*, মিলার ২৮*, হাইনরিখ ক্লাসেন ৯০, ডি কক ১৭৪, হেন্ড্রিকস ১২, ফন ডার ডুসেন ১, এইডেন মারক্রাম ৬০)

বিশ্বকাপের টানা তিন ম্যাচ হেরে ভীষণ অস্বস্তির মধ্যে আছে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে তারা আজ এমন এক দলের মুখোমুখি যারা অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্সে আলোচিত হয়ে আছে। সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়তো নিয়মিত দেখা হয় না। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশের জয়ের পাল্লাই ভারি। গত বিশ্বকাপেও তাদের বিপক্ষে স্মরণীয় জয় ছিল লাল-সবুজদের। আজও একই পুনরাবৃত্তির আশায় বাংলাদেশ মাঠে নেমেছে। তবে শুরুতে গুরুত্বপূর্ণ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ক্লাসেনকে সেঞ্চুরি করতে দেয়নি বাংলাদেশ

শেষ ওভারে ছক্কা মেরে ৯০ রানে পৌঁছান হাইনরিখ ক্লাসেন। সেঞ্চুরি করতে আর ১০ রান লাগতো। দ্বিতীয় বলেও ছয় মারতে চেয়েছিলেন। কভারে তিনি মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন। উইকেটটি নেন হাসান মাহমুদ। ৪৯ বলে ২ চার ও ৮ ছয়ে সাজানো ছিল ক্লাসেনের ইনিংস।
Quinton de Kock and Heinrich Klaasen smashed 142 off 87 balls for the fourth wicket, Bangladesh vs South Africa, ODI World Cup, Wankhede, October 24, 2023

১৭৪ রানে ডি কককে থামালেন হাসান

কুইন্টন ডি ককের ঝড় থামলো। মুম্বাইয়ে তাণ্ডব চালিয়ে ক্যারিয়ারসেরা ইনিংস থেকে ৪ রান দূরে থাকতে আউট হলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। ৪৬তম ওভারের প্রথম বলে তাকে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে নাসুম আহমেদের ক্যাচ বানান হাসান মাহমুদ। ১৪০ বলে ১৫ চার ও ৭ ছয়ে ১৭৪ রান করেন ডি কক।

Quinton de Kock finished with a 140-ball 174 with 15 fours and seven sixes, Bangladesh vs South Africa, ODI World Cup, Wankhede, October 24, 2023

 

১৩১ রানের জুটি ভাঙলেন সাকিব

৩৬ রানে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাদের ম্যাচে ফেরাতে ভূমিকা রাখে কুইন্টন ডি কক ও ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রামের জুটি। এই জুটিতে তারা শুরুর চাপটা কাটিয়ে গড়ে দেয় দারুণ ভিত। ডি কক আগ্রাসী থাকলেও ধীর স্থিরভাবে খেলেছেন মারক্রাম। ১৩১ রান যোগ করা জুটিটি ভাঙে এইডেন মারক্রামের বিদায়ে। ততক্ষণে অবশ্য স্কোর ১৬৭ হয়ে গেছে। ৩০.৪ ওভারে জুটি ভেঙেছেন অধিনায়ক সাকিব। মারক্রাম সাকিবকে উঠিয়ে মারতে গিয়ে ৬০ বলে ক্যাচ আউট হয়েছেন। প্রোটিয়া ব্যাটারের ৬৯ বলের ইনিংসে ছিল ৭টি চার।

ক্রিজে নেমেছেন ক্লাসেন। তিনি মুখোমুখি প্রথম বলে সিঙ্গেল নিয়েছেন। তবে সে শটের টাইমিংয়েই যেন ফুটে উঠেছে, কী দুর্দান্ত ফর্মে আছেন হাইনরিখ ক্লাসেন। মার্করামের আউটের পর ক্রিজে এসেছেন তিনি।

Mushfiqur Rahim in his keeping duties, Bangladesh vs South Africa, ODI World Cup, Wankhede, October 24, 2023

ডি কক-মারক্রামের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

প্রোটিয়ারা ৩৬ রানে দ্রুত ২ উইকেট হারালেও কুইন্টন ডি কক-এইডেন মারক্রামের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪৭ বলে ৩১তম ফিফটি তুলে নিয়েছেন ডি কক।তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রামও। তিনিও ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নিয়েছেন। মারক্রাম ফিফটি পেয়েছেন ৫৭ বলে। এই জুটি আবার শতরান ছাড়িয়েছে। তাতে রানরেটও পায় বাড়তি গতি। শুরুর ক্ষতিটা পুষিয়েও নিয়েছে তারা।

Quinton de Kock brought up his third ton of the 2023 World Cup, Bangladesh vs South Africa, ODI World Cup, Wankhede, October 24, 2023

পাওয়ার প্লেতেই চাপে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে চারটি ম্যাচে এমন দশা ছিল না দক্ষিণ আফ্রিকার। কোনও ম্যাচেই পাওয়ার প্লেতে একাধিক উইকেট হারানোর নজির ছিল না। কিন্তু বাংলাদেশের বিপক্ষে এসে সেই ধারা ভঙ্গ হয়েছে। হারিয়েছে দুই উইকেট, রান এসেছে ৪৪।

খেলা হচ্ছে না বাভুমার

প্রত্যাশিতভাবে অধিনায়ক সাকিব আল হাসান সুস্থ হয়ে আজ টস করেছেন। দক্ষিণ আফ্রিকা অবশ্য আজও তাদের নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমাকে পাচ্ছে না। এখনও সুস্থ হয়ে উঠেননি তিনি। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, বাভুমা এখনও পেটের পীড়ায় ভুগছেন।    মুম্বাইয়ের তীব্র গরম আর আর্দ্র কন্ডিশন হওয়ায় টসটাকে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছিল। সাকিব নিজেও ম্যাচের আগে তেমনটা বলেছিলেন। কিন্তু টস জয়ের পর তিনি বলেছেন, ‘শুরুতে বল করতেও আমার আপত্তি ছিল না। যদি তাদের অল্পতে আটকে রাখতে পারি। তাহলে আশা করি আমরা সেটা তাড়া করতে পারবো। শুধু নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রাম অবশ্য বলেছেন, ইংল্যান্ড ম্যাচের মতো একই ধারায় খেলার চেষ্টা করবেন তারা।

Shakib Al Hasan broke the 131-run third-wicket stand in the 31st over, Bangladesh vs South Africa, ODI World Cup, Wankhede, October 24, 2023

একাদশে কারা

সাকিব ফিরলেও আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তাওহীদ হৃদয়। বামহাতি স্পিনার নাসুম আহমেদ একাদশে স্থান ধরে রেখেছেন। দক্ষিণ আফ্রিকা দলে আজ চোটের কারণে খেলা হচ্ছে লুঙ্গি এনগিদির। তার জায়গায় ঢুকেছেন লিজাড উইলিয়ামস। তার আজ বিশ্বকাপ-অভিষেক হচ্ছে।

Quinton de Kock and Aiden Markram stitched a 100-run stand, Bangladesh vs South Africa, ODI World Cup, Wankhede, October 24, 2023

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেন্ড্রিকস, কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা।

 

আরও পড়ুনঃ পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের জয়ের নায়ক ইব্রাহিম

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net