খেলা ডেস্ক।।
এই বিশ্বকাপ খেলেই ওয়ানডেকে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছেন কুইন্টন ডি কক। আর শেষবারের মতো এই মঞ্চ রাঙাচ্ছেন তিনি দারুণভাবে। দক্ষিণ আফ্রিকা ব্যাটার আগের দুই বিশ্বকাপে কোনও সেঞ্চুরি না করলেও এবার পাঁচ ইনিংসে করলেন তিনটি।
বুধবার বাংলাদেশের বিপক্ষে ১০১ বলে ৬ চার ও ৪ ছয়ে একশ ছোঁন ডি কক। তাতে করে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার তালিকায় সাবেক প্রোটিয়া গ্রেট এবি ডি ভিলিয়ার্সকে টপকালেন তিনি। নিজের ১৫০তম ওয়ানডে রাঙালেন ২০তম সেঞ্চুরিতে।
উইকেটকিপার ব্যাটার হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় তার ওপরে কেবল কুমার সাঙ্গাকারা (৪)। আর দুটি সেঞ্চুরি করলে এক আসরে সবচেয়ে বেশি শতকের মালিক রোহিত শর্মাকে (৫) টপকে যাবেন ডি কক।
উইকেটকিপার হিসেবে ডি কক বিশ্বকাপের সেরা ইনিংস খেলেছেন ১৫০ ছুঁয়ে। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের ১৪৯ রানের কীর্তি পেছনে ফেলেছেন তিনি। তাকে থামতে হয়েছে ১৭৪ রানে। ১৪০ বলের ইনিংসে ছিল ১৫ চার ও ৭ ছয়।
আরও পড়ুনঃ ডি ককের ১৭৪, বাংলাদেশকে ৩৮৩ রানের লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা