খেলা ডেস্ক।।
আগামী মে মাসে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা অ্যাঙ্গেল ডি মারিয়ার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু তার আসার দিনক্ষণ পেছাচ্ছে। এখন শোনা যাচ্ছে জুলাইয়ের শেষ দিকে আসতে পারেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্যে সাক্ষাতের পর ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত এমন তথ্য জানিয়েছেন।
ডি মারিয়ার সফর পেছানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে শতদ্রু বলেছেন, ‘বাংলাদেশের পাশাপাশি ভারতেও নির্দিষ্ট সময়ে আসার কথা ছিল তার। ভারতে ওই সময় নির্বাচন, তাই বাংলাদেশের সফরটিও পিছিয়েছে। আগস্টে বাংলাদেশের শোকের মাস। তাই জুলাইয়ের শেষ সপ্তাহে আনতে সমস্যা হবে না বলে মনে করি।’
বাংলাদেশে ইতোমধ্যে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো এসেছেন। পরবর্তী সময়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে আনার ইচ্ছে রয়েছে ভারতের এই ক্রীড়া উদ্যোক্তার।
আরও পড়ুন: না খেলেও ট্রফি হাতে নিলেন নেইমার