শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

ডেঙ্গুতে একদিনে ২০ মৃত্যু

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৮৮৯

by ঢাকাবার্তা ডেস্ক
ডেঙ্গুতে একদিনে ২০ মৃত্যু

ঢাকাবার্তা ডেস্ক।।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ২৪৬ জন মারা গেলেন।শনিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৮৮৯। আক্রান্তদের মধ্যে ৪১২ জন ঢাকার। ১ হাজার ৪৭৭ জন অন্যান্য বিভাগের। স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮ হাজার ১১৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ২ হাজার ৩৪১ জন। বাকি ৫ হাজার ৭৭৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৫২ হাজার ৯৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ছাড়া পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৩০ জন।

আরও পড়ুনঃ ডেঙ্গুতে সাত দিনে ৯০ জনের মৃত্যু

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net