শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

ঢাকায় আজ কোথায় কখন কোন রাজনৈতিক দলের সমাবেশ

গণতন্ত্র মঞ্চ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে। ১২-দলীয় জোট বেলা ২টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে সমাবেশের ঘোষণা দিয়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
ঢাকায় আজ কোথায় কখন কোন দলের সমাবেশ

রাজনীতি ডেস্ক।।

রাজধানীতে আজ শনিবার ভিন্ন ভিন্ন সময়ে ও জায়গায় সমাবেশ করবে ভিন্ন ভিন্ন দল। বেলা দুইটার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সময়ে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশ করবে বিএনপি।

এদিকে বেলা দুইটায় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। তবে পুলিশ জামায়াতকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়ার কথা জানায়নি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন জোট এবং দলগুলোও মাঠে নামছে। ঢাকার আরও ১১টি স্থানে বিভিন্ন দল ও জোট সমাবেশের ঘোষণা দিয়েছে।

গণতন্ত্র মঞ্চ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে। ১২-দলীয় জোট বেলা ২টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে সমাবেশের ঘোষণা দিয়েছে।

 

এ ছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ২টায় পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে। মতিঝিলের নটর ডেম কলেজের উল্টো দিকে গণফোরাম ও পিপলস পার্টি দুপুরে সমাবেশ করবে বলে জানিয়েছে। এলডিপি বেলা ৩টায় কারওয়ান বাজার এফডিসিসংলগ্ন এলাকায় সমাবেশ করবে।

বেলা ১১টায় বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে এবি পার্টি, বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে গণ অধিকার পরিষদ (নুরুল হক), বেলা ৩টায় পুরানা পল্টন কালভার্ট রোডে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া), দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব মোড়ে গণতান্ত্রিক বাম ঐক্য, বেলা ৩টায় মালিবাগ মোড়ে এনডিএম ও বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে লেবার পার্টি সমাবেশের ঘোষণা দিয়েছে।

 

আরও পড়ুন: নয়াপল্টন সড়কে হাজারো নেতাকর্মীর রাত্রিযাপন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net