বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ঢাকায় কিছু সময়ের ব্যবধানে ৩ বাসে আগুন

ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া ঘটনা ঘটেছে। এর মধ্যে নিউমার্কেট এলাকায়, এলিফ্যান্ট রোডে ও তৃতীয় ঘটনাটি ঘটেছে সায়দাবাদ জনপদের মোড় ফ্লাইওভারের নিচে।

by ঢাকাবার্তা ডেস্ক
ঢাকায় কিছু সময়ের ব্যবধানে ৩ বাসে আগুন

ঢাকাবার্তা ডেস্ক।।

ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া ঘটনা ঘটেছে। এর মধ্যে নিউমার্কেট এলাকায়, এলিফ্যান্ট রোডে ও তৃতীয় ঘটনাটি ঘটেছে সায়দাবাদ জনপদের মোড় ফ্লাইওভারের নিচে। বিএনপির ঘোষিত দুই দিনের অবরোধ শুরু হচ্ছে আগামীকাল থেকে। এর মধ্যেই বাসে আগুন দেওয়া হলো।

রাজধানীতে ৫ মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ গণমাধ্যমকে বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেওয়া হয়। এর পাঁচ মিনিট পরই নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, সায়দাবাদে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে কাজ করছে।

তিন বাসে আগুন, ব্যবধান ২৫ মিনিট

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এর পর দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে দলটি।

 

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির ডাকা হরতালে জামায়াতের সমর্থন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net