শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

ঢাকার যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না আগামীকাল

আগামীকাল বৃহস্পতিবার ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

by ঢাকাবার্তা ডেস্ক
ঢাকার যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না আগামীকাল

রাজধানী ডেস্ক।।

রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মগবাজার- মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিঅ্যান্ডডি কলোনি, জাহাবক্স লেন, মীরবাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ অল্প থাকবে বলেও তিতাস জানিয়েছে।

আরও পড়ুনঃ ঢাকার প্রবেশপথে চলছে তল্লাশি, হয়রানির অভিযোগ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net