শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ঢাকায় রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট স্থগিত

by ঢাকাবার্তা
রাহাত ফাতেহ আলী খান

স্টাফ রিপোর্টার ।।

আগামী ২০ জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে রাহাত আলী খানের কনসার্ট হওয়ার কথা ছিল। যেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এটি আয়োজন করছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি প্রতিষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রিয় অতিথি, দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে, আমরা আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের আসন্ন ইভেন্ট ‘লিডিং দ্য টাইমস: স্কারলেট ক্রিসেন্ডো’ স্থগিত করা হয়েছে। আমাদের অংশগ্রহণকারী, কর্মী এবং অংশীদারদের নিরাপত্তা এবং মঙ্গল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই কনসার্ট টি সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। ফেরত প্রক্রিয়া এবং নতুন তারিখ সংক্রান্ত পৃথক পোস্ট শীঘ্রই শেয়ার করা হবে।’

এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) এক ফেসবুক পোস্টে রাহাত ফতেহ আলী খান নিজের এই কনসার্টের বিষয়টি জানান।

এরপর প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার (১৪ জুলাই) রাত ৮টা থেকে অনলাইনে কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়। টিকিটের মূল্য ধরা হয় ১০ হাজার টাকা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net