রাজধানী ডেস্ক।।
ঢাকার সড়কে ধুলাবালুর যন্ত্রণায় নগরবাসী যখন অতিষ্ঠ, তখন রাস্তা পরিষ্কারের কাজে কোটি টাকায় কেনা রোড সুইপার ট্রাকগুলো (ঝাড়ু দেওয়ার যন্ত্র) অচল পড়ে আছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ধুলা পরিষ্কারের এসব যন্ত্রের গায়েই জমেছে ধুলার আস্তর। ছোট, মাঝারি ও বড় মিলিয়ে ডিএনসিসিতে ধুলা পরিষ্কারের রোড সুইপার ট্রাক রয়েছে ১২টি। এর মধ্যে ৮টিই বর্তমানে অচল হয়ে পড়ে আছে ওয়ার্কশপে। অচল যন্ত্রগুলোর তিনটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাওয়া। বাকি পাঁচটির দুটি ঢাকা উত্তর সিটি নিজেদের টাকায় কিনেছে। তিনটি ডিএনসিসিতে বাস্তবায়িত একটি প্রকল্প থেকে পাওয়া।
সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশলীরা বলছেন, ছোট আকারের তিনটি (৫০০ কেজি ধারণক্ষমতার) রোড সুইপার দিয়ে রাস্তা ঝাড়ু দিতে গেলে ধুলা পরিষ্কার হওয়ার বদলে বাতাসে ওড়ে। তাই ব্যবহার করা যাচ্ছে না। মাঝারি আকারের (৩ টনের) দুটি রোড সুইপারের ধুলা পরিষ্কারের ব্রাশ ক্ষয় হয়ে গেছে। বড় আকারের তিনটির যান্ত্রিক ত্রুটি আছে। যন্ত্রাংশ বাইরে থেকে আনতে হবে।
আরও পড়ুন: রাজধানীতে বিকালের পর বাড়ছে যানজট