স্টাফ রিপোর্টার।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ নভেম্বর) বিকালে মিরপুরে বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘চৈতালী’ বাসে আগুন দেওয়া হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে বাংলামোটরে ‘এয়ারপোর্ট এভিনিউ’ নামে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা তালহা বিন জসীম গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এয়ারপোর্ট এভিনিউ বাসের আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। বাঙলা কলেজের শিক্ষার্থীদের সহায়তায় চৈতাল বাসের আগুন নিয়ন্ত্রণ আনা হয় বলে জানান চৈতালীর কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফুজ্জামান বর্ষণ।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলামোটর মোড়ে এয়ারপোর্ট এভিনিউ নামে একটি বাসে আগুন দেয় কে বা কারা। সামনে গিয়ে দেখি, দাউ দাউ করে আগুন জ্বলছে। গাড়িতে ছিল এমন কোনও যাত্রী আমরা পায়নি। এছাড়া বাসটির আশেপাশে চালক-হেলপার কাউকে দেখিনি।’
আরও বলেন, ‘দুপুর দেড়টার ট্রিপের শিক্ষার্থীদের নামিয়ে ডিপোতে যাওয়ার সময় চৈতালী বাসের দ্বিতীয় তলায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে বাঙলা কলেজের শিক্ষার্থীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। সে সময় শিক্ষার্থীরা বাসে না থাকায় কোনও দুর্ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া জানান, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।