শনিবার, নভেম্বর ৮, ২০২৫

ঢাকা-২ : স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শাহীন চেয়ারম্যান

ঢাকা-২ আসনে (কেরানীগঞ্জ মডেল থানা, সাভারের একাংশ ও কামরাঙ্গীরচর থানা) নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যান।

by ঢাকাবার্তা
শাহীন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ।। 

গতকাল রোববার বিকেলে ঢাকা-২ আসনের নির্বাচনী কার্যালয় থেকে শাহীন চেয়ারম্যানের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর একান্ত সচিব তোফায়েল আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল আজিজ।

শাহীন চেয়ারম্যান বলেন, ‘মূলত আমি নৌকার বিপক্ষে প্রার্থী হইনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন ইচ্ছে করলে যেকেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সে পরিপ্রেক্ষিতে সারা দেশে অনেক নেতারাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগণ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই ঢাকা–২ আসনের আমি আওয়ামী লীগের তৃণমূল পর্যায় নেতা–কর্মীদের অনুরোধে আমিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

নেতাকর্মীদের সঙ্গে শাহীন চেয়ারম্যান

নেতাকর্মীদের সঙ্গে শাহীন চেয়ারম্যান

একই ভাষ্য শাক্তা ইউপির সাবেক চেয়ার‌ম্যান সালাউদ্দিন লিটনের। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শাহীন আহমেদের মতো স্মার্ট নেতা দরকার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে শাহীন চেয়ারম্যানকে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে বিজয়ী করব। শাহীনকে নৌকা প্রতীক দেওয়া হয়নি, তাতে কী হয়েছে। জনগণ শাহীন চেয়ারম্যানের পক্ষে রয়েছে। আমরা নৌকার বিপক্ষে নই, মাঝির বিপক্ষে। আমরা মাঝিকে পরাজিত করে শাহীনকে জয়ের মালা পরাব।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net