সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ঢাবিতে ৮৪তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করল ‘জনস্বাস্থ্য বিভাগ’

এমরান কবীর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং জীববিজ্ঞান অনুষদের ডিন এ কে এম মাহবুব হাসান

by ঢাকাবার্তা ডেস্ক
ঢাবিতে ৮৪তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করল ‘জনস্বাস্থ্য বিভাগ’

বিদ্যাপীঠ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৮৪তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করল পাবলিক হেলথ (জনস্বাস্থ্য বিভাগ)। নবপ্রতিষ্ঠিত জনস্বাস্থ্য বিভাগ থাকবে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অধীন। ঢাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এমরান কবীর চৌধুরীকে বিভাগটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন।

আজ বুধবার (১ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবনে জনস্বাস্থ্য বিভাগটির উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

এমরান কবীর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং জীববিজ্ঞান অনুষদের ডিন এ কে এম মাহবুব হাসান।

উদ্বোধনের পর জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের পরিচালক ফেরদৌসী কাদরী। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ বিল্লাল হোসেন।

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান নতুন এই বিভাগ প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জনস্বাস্থ্য বিশ্বব্যাপী খুবই আলোচিত একটি বিষয় এবং করোনা মহামারি-পরবর্তী বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক এটি। মানুষের স্বাস্থ্যসংশ্লিষ্ট সব বিষয়ের সমন্বয়েই এই বিভাগ গঠন করা হয়েছে।

 

আরও পড়ুন: মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর থেকে

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net