রাজনীতি ডেস্ক।।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ইসির তফসিল ঘোষণার আগেই এর বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ শুরু করেছে বিরোধী দলগুলো। এছাড়া আগামী সপ্তাহে হরতাল ডাকারও সিদ্ধান্ত নিয়েছে তারা।
ইতোমধ্যে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন চলমান থাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত প্রায় গৃহীত হয়েছে।এই দলগুলোর মধ্যে রয়েছে জামায়াত, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলনসহ আরও কিছু দল। এছাড়া তফসিল বাতিলের দাবিতে আগামী রবিবার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) হরতাল আসতে পারে। বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বুধবার (১৫ নভেম্বর) বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকা থেকে তফসিলের বিরুদ্ধে গণমিছিল শুরু করার কথা রয়েছে ইসলামী আন্দোলনের। বিক্ষোভ করবে বাম গণতান্ত্রিক জোটও। ইতোমধ্যে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদও।
অবরোধের প্রথম দিনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে ঝটিকা বিক্ষোভ করেছে। তবে আজ (বুধবার) তফসিলের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও কর্মসূচি রয়েছে কিনা, এমন কোনও নিশ্চিত তথ্য মেলেনি। বিকাল ৪টার কিছু আগে বিএনপির একটি সূত্র জানায়, এখন পর্যন্ত তফসিল সংক্রান্ত তাৎক্ষণিক প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানা যায়নি। তিনি উল্লেখ করেন, প্রতিদিনের মতো আজকেও দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
জানতে চেয়ে যোগাযোগ করলে বিএনপির প্রবীণ নেতা, স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘তফসিল তো হবে শুনেছি। কিন্তু আমি শারীরিকভাবে খুব অসুস্থ। কোনও কিছু নিয়ে মন্তব্য করতে পারছি না।’
এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক বুধবার বিকাল পৌনে ৪টার দিকে জানান, গণতন্ত্র মঞ্চের বৈঠক চলছে। তফসিল ও আগামী কর্মসূচি নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। যুগপতে যুক্ত দলগুলোর সঙ্গে আলোচনাও হচ্ছে বলে জানান তিনি। বিএনপির বিষয়টি এখনও অজানা থাকলেও তফসিল বাতিলের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। সারা দেশের সব জেলায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানান দলের নির্ভরযোগ্য একজন নেতা।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, ‘তফসিলের প্রতিবাদে হরতালের কর্মসূচি আসতে পারে। বাকি সবকিছু একসঙ্গে ঘোষণা করা হবে।’ আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মনজু বলেন, ‘আমাদের দলের কাল বিক্ষোভ মিছিল। আজকে অবরোধ চলমান থাকায় কাল লাল কার্ড প্রদর্শন করা হবে। আশা করি আগামী সপ্তাহে হরতাল আসবে।’
আরও পড়ুন: পিটার হাসকে বৈঠকে ওবায়দুল কাদের জানিয়েছেন এখন আর সংলাপের সুযোগ নেই