শুক্রবার, জুলাই ১১, ২০২৫

তফসিল ঘোষণার প্রতিবাদে সিলেটে বিএনপি’র মিছিল, গুলি, আটক ২

কোতোয়ালি থানার ওসি আলী মোহাম্মদ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন- নাশকতার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়েছে। দু’জনকে আটক করার কথা জানান তিনি

by ঢাকাবার্তা ডেস্ক
তফসিল ঘোষণার প্রতিবাদে সিলেটে বিএনপি’র মিছিল, গুলি, আটক ২

রাজনীতি ডেস্ক।।

তফসিল ঘোষণার প্রতিবাদে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল বের করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সহিরপ্লাজার সামনে গিয়ে মশাল দিয়ে সড়কে আগুন দেয় তারা। এ সময় জিন্দাবাজার পয়েন্টে থাকা পুলিশ দল এগিয়ে এসে মিছিলকারীদের দিকে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় পুলিশ রফিকুল নোমান নামে এক ছাত্রদল কর্মী সহ দুই জনকে আটক করা হয়েছে। একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

 

কোতোয়ালি থানার ওসি আলী মোহাম্মদ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন- নাশকতার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়েছে। দু’জনকে আটক করার কথা জানান তিনি। এদিকে- মিছিলের নেতৃত্বে থাকা নগর বিএনপি’র সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন- পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে দু’জনকে আটক করে নিয়ে গেছে। নগরের জেলরোড এলাকা থেকে মিছিল শুরু করা হয়েছিলো বলে জানান তিনি। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন- তফসিলকে প্রত্যাখ্যান করে নগরের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা বিক্ষোভ করেছেন।

 

পুলিশ বিএনপি’র কর্মীদের দেখা মাত্রই গুলি করছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। এদিকে- ঘটনার পর ছাত্রলীগের কর্মীরা জিন্দাবাজারে এসে অবস্থান নেন। তারাও তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন।

 

আরও পড়ুন: নির্বাচনের ট্রেন থামানোর ক্ষমতা বিএনপির নেই: ওবায়দুল কাদের

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net