শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

তরুণীর সঙ্গে সালমান খানের ছবি ঘিরে জল্পনা

রহস্যময়ীকে জড়িয়ে সালমান লিখেছেন, আগামীকাল আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ

by ঢাকাবার্তা ডেস্ক
তরুণীর সঙ্গে সালমান খানের ছবি ঘিরে জল্পনা

ক্যাটরিনার সঙ্গে প্রেম ভাঙার পর লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেমে জড়ান সালমান খান। তবে সেই প্রেমও ভেঙেছে বলে গুঞ্জন আছে। মাঝে তার নাম জড়িয়েছিল পূজা হেগড়ের সঙ্গে। তবে সেই জল্পনা উড়িয়ে দেন অভিনেতা। সম্প্রতি এক রহস্যময়ীর সঙ্গে তার ছবি ঘিরে নতুন জল্পনা এখন তুঙ্গে।

আজ ইনস্টাগ্রামে আরেক পোস্টে সেই মডেলকে সামনে এনেছেন সালমান খান। তিনি আর কেউ নন, সালমানের ভাগনি আলিজে অগ্নিহোত্রি। সালমান খানের বোন আলভিরা খান ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রির মেয়ে আলিজে

কবে বিয়ে করবেন সালমান খান। তবে অভিনেতার সঙ্গে  ছবিতে রহস্যময়ীর মুখ দেখা যায়নি। তার পরনে রয়েছে সাদা প্যান্ট ও জ্যাকেট। মেয়েটির জ্যাকেটে লেখা ২৭/১২ অর্থাৎ ২৭ ডিসেম্বর যা সালমান খানের জন্মদিন। সেরকমই এক পোশাকে অর্থাৎ সাদা প্যান্ট, টিশার্ট ও জ্যাকেটে দেখা গেল এ নায়ককেও।

সালমান খানের ফ্যাশন প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান ক্লদিং’–এর ফটোশুটে পাওয়া গেছে মামা–ভাগনিকে

রহস্যময়ীকে জড়িয়ে সালমান লিখেছেন, আগামীকাল আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ শেয়ার করতে চলেছি। আমি সবসময় তোমার পিছনে থাকব।

সালমানের এই ছবিতে কমেন্টের ঝড় চলছে। অনুরাগীদের কেউ ভালোবাসা জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, ভাবী নাকি? এ নায়কের প্রাক্তন সঙ্গীতা বিজলানি লেখেন, ভালোবাসা। সঙ্গে দিয়েছেন হৃদয়ের ইমোজি। কেউ কেউ লিখেছেন, গোপনেই বিয়ে করলেন নাকি? কিছু অনুরাগী আবার বিয়ে না করার আর্জি জানিয়েছেন। তবে কেউ কেউ আবার নয়া ছবি ঘোষণার আভাসও পেয়েছেন। মোটামুটি একটি ছবি ঘিরে জল্পনা তুঙ্গে।

মুম্বাইয়ে জন্ম নেওয়া আলিজে ধীরুভাই আমবানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন তিনি। পরে লন্ডনেও পড়াশোনা করেছেন

প্রসঙ্গত, সামনে মুক্তি পেতে চলেছে টাইগার থ্রি। ক্যাটরিনা কাইফের সঙ্গে ফের ফিরছেন তিনি। ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সালমানকে। তার মাঝেই এই ছবি নিয়ে বাড়তি উন্মাদনা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ট্রেলার।

আরও পড়ুনঃ পোশাক নিয়ে বিতর্কে মধুমিতা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net