বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

তামিমের অনুপস্থিতি ‘হয়তো দলের পারফরম্যান্সে প্রভাব পড়ছে’

তামিমকে ছাড়া বিশ্বকাপ খেলতে গিয়ে বিপাকে টাইগাররা।

by ঢাকাবার্তা ডেস্ক
তামিমের অনুপস্থিতি ‘হয়তো দলের পারফরম্যান্সে প্রভাব পড়ছে’

খেলা ডেস্ক।।

বিশ্বের অন্যতম সেরা ওপেনার হলেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারকে ছাড়াই ভারতে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ দল।

তামিমকে ছাড়া বিশ্বকাপ খেলতে গিয়ে বিপাকে টাইগাররা। নিজেদের প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে আছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। এরপর টানা ৫ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার পর গতকাল শনিবার নেদারল্যান্ডসের মতো তুলনামূলক দুর্বল দলের সঙ্গে হেরে সেমেফাইনালের আগেই বিদায়ের পথে বাংলাদেশ।

দলের এমন বাজে পারফরম্যান্সের পর শনিবার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, এটা বলা যেতেই পারে বাংলাদেশের সবথেকে বাজে বিশ্বকাপ। এতে আমি দ্বিমত করব না। আমাদের মধ্যে প্রস্তুতির অভাব ছিল। তবে এটা কোনও অজুহাত হতে পারে না।

বিশ্বকাপে তামিমের না থাকা প্রভাব পরছে কিনা, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, হয়ত এটা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। এতে অস্বাভাবিক কিছু নেই। কোনও ব্যক্তির মনে কি চলে, সেটা কখনই আন্দাজ করা যায় না। তবে আমি এতেও দ্বিমত করছি না।

 

আরও পড়ুন: নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশের শোচনীয় হার

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net