খেলা ডেস্ক।।
লম্বা সময়ের জন্য খেলার বাইরে যেতে হচ্ছে তাসকিন আহমেদকে। গতকাল সংবাদমাধ্যমকে এ খবর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। আগে থেকেই কাঁধের চোটে ভুগছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ভারতে ওয়ানডে বিশ্বকাপের শুরুর দিকে এই টাইগার পেসার ইনজুরি নিয়ে খেলেছেন। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও বিশ্রামে রয়েছেন তাসকিন। তবে এবার লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন এই স্পিড স্টার। কাঁধের চোট নিয়ে তাকে দীর্ঘ সময়ের পুনবার্সনে যেতে হচ্ছে।
গতকাল এ বিষয়ে বিসিবি’র চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিনের কাঁধে বারবার ব্যথা উঠছে। আমরা চাইছি ওকে লম্বা সময় বোলিং থেকে দূরে রাখতে। এ বিষয়ে ওর সঙ্গে আলাপও হয়েছে। সে বোলিং করতে পারছে, তবে ওর ক্যারিয়ার বিবেচনা করেই এমন সিদ্ধান্ত।
ইনজুরি যেহেতু বারবার ফিরে আসছে তাই লম্বা সময় পুনর্বাসন ছাড়া আর কোনো বিকল্প নেই।’ বিসিবি’র প্রধান চিকিৎসক বলেন, ‘মাঝে মাঝে ওকে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে। একটু সমস্যা দেখা দিচ্ছে বলের গতি বাড়ানোর ক্ষেত্রেও। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক, ৪ সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ আছে। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা।’
এদিকে পায়ের অপারেশন শেষে দেশে ফেরা ইবাদত হোসেনকে আবারও ইংল্যান্ড পাঠাচ্ছে বিসিবি। দেবাশীষ বলেন, ‘ইবাদতের হাঁটুর অপারেশন হয়েছে দুই মাস হতে চললো। সে তার চোটের অবস্থা বুঝতে আবারো ইংল্যান্ড যাচ্ছে। অগ্রগতি হয়েছে, তবে চোটের অবস্থা বুঝতে যে চিকিৎসক অপারেশন করেছেন তার কাছে পাঠানো হচ্ছে ইবাদতকে। এই মাসের ৩০ তারিখ ওর ডাক্তার দেখানোর কথা। এর দুয়েকদিন আগে সে যাবে, ডাক্তারের সঙ্গে দেখা করে আবার কয়েকদিন পরই ফিরে আসবে।’ এবারের ওয়ানডে বিশ্বকাপের আগে চোট নিয়ে ছিটকে পড়েন ৩০ বছর বয়সী পেসার ইবাদত হোসেন। আর বিশ্বকাপে গেলেও চোটের কারণে দুই ম্যাচ খেলতে পারেননি অপর পেসার তাসকিন আহমেদ। আসরে বাংলাদেশ দলের স্ট্রাইক বোলারের তকমা থাকলেও তেমন সুবিধা করতে পারেননি তিনি। ৭ ম্যাচ খেলে তাসকিনের শিকার মাত্র ৫ উইকেট।
আরও পড়ুন: বিগ ব্যাশ থেকে নাম সরিয়ে নিলেন রশিদ