বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

তাসকিনের বলে আবারও হাতে আঘাত পেলেন তামিম

পিঠের পুরোনো ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তামিম ইকবাল। ধীরে ধীরে নেটে ব্যাটিং শুরু করেছিলেন মাঠে ফেরার জন্য

by ঢাকাবার্তা ডেস্ক
তাসকিনের বলে আবারও হাতে আঘাত পেলেন তামিম

খেলা ডেস্ক।।

পিঠের পুরোনো ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তামিম ইকবাল। ধীরে ধীরে নেটে ব্যাটিং শুরু করেছিলেন মাঠে ফেরার জন্য। এবার অনুশীলনের সময় তাসকিনের আহমেদের বলে আঘাত পেয়েছেন এই ওপেনার। আজ মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে ইনডোরের আউটারে তাসকিনের বোলিংয়ে বাম হাতে আঘাত পান তামিম। আঘাত পেয়ে তামিম কিছুক্ষণ বসে থাকেন ইনডোরে। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে ইনডোর থেকে বেরিয়ে যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, এখনো তারা এই বিষয়ে অবগত নন। তবে গতকাল পর্যন্ত সব ঠিক ছিল বলে মন্তব্য করেন তিনি। ২৩ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ খেলেন তামিম। এরপর বিশ্বকাপ দল থেকে বাদ পড়লে আর মিরপুরমুখি হননি। গত শুক্রবার তিনি মাঠে ফেরেন। এদিন অনূর্ধ্ব-১৯ দলকে ব্যাট এনে দিয়েছিলেন। সবশেষ গতকালও ব্যাটিং করেছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net