বিদেশ ডেস্ক।।
তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। সোমবার (১৮ ডিসেম্বর) দেশটির নির্বাচনি কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে আরও ছয় বছরের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মিসরের ন্যাশনাল ইলেকশন অথরিটির প্রধান হাজেম বাদাওয়ি বলেছেন, এবার ভোটদানের হার ছিল অভূতপূর্ব। ৬৭ মিলিয়ন ভোটারের মধ্যে ভোটের হার ছিল ৬৬ দশমিক ৮ শতাংশ। এক দশক ধরে মিসরের ক্ষমতায় থাকা সাবেক সেনাপ্রধান সিসি এবার পেয়েছেন ৩৯ মিলিয়নের বেশি ভোট।
নির্বাচনে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো প্রার্থী না থাকায় এটিকে সহজ বিজয় হিসেবে মনে করা হচ্ছে। দেশটির সংবিধান অনুসারে, এটিই হবে সিসির শেষ মেয়াদ। এরপর আর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। ১০-১২ ডিসেম্বর তিন দিন ধরে এই ভোট অনুষ্ঠিত হয়। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪১ শতাংশ। এবারের নির্বাচনে আরও তিনজন প্রার্থী ছিলেন। কিন্তু কেউই হাইপ্রোফাইল না। সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ার সম্ভাবনা যার ছিল তিনি অক্টোবরে প্রার্থিতা প্রত্যাহার করেন।
সাবেক জেনারেল সিসি ২০১৩ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে উৎখাত করে ক্ষমতায় আসেন। ২০১৪ সালে তিনি প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে ২০১৮ সালেও পুনর্নির্বাচিত হন। উভয় নির্বাচনে তিনি ৯৭ শতাংশ ভোট পেয়েছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনের অভিযোগ রয়েছে। ২০১৯ সালে সংবিধান সংশোধন করা হয়। এই সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্টের শাসনকাল চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে, যা তৃতীয় মেয়াদে সিসিকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দেয়।