বাণিজ্য ডেস্ক।।
তৈরি পোশাক শ্রমিকদের বেতনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানান তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৮ হাজার থেকে বৃদ্ধি করে ২৩ হাজার টাকা করার দাবি যৌক্তিক। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে করুণ দশা শ্রমিকদের, খাদ্য পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি, বিস্ময়কর মূল্যস্ফীতি মধ্যবিত্ত ও নিম্নবিত্তের আয় আত্মসাৎ করে ফেলেছে। আর শ্রমিকদের মতো নিম্ন আয়ের মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকরা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘শ্রমিকরাই সভ্যতা সমৃদ্ধির চাকাকে সচল রাখে। আজ শ্রমিক শ্রেণি বিপর্যস্ত বলেই জাতীয় অর্থনীতির বেহাল অবস্থা। দেশ দেউলিয়াত্তের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। তৈরি পোশাক খাত রফতানিমুখী শিল্প, এই শিল্পের শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জনে এক অভূতপূর্ব ভূমিকা পালন করে। দেশজ অর্থনীতির প্রাণশক্তি হচ্ছে গার্মেন্টস শিল্প। যারা এই শিল্পের চাকাকে সচল রাখে, তারা যদি অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়ে, তাহলে আমাদের পোশাক শিল্প মুখ থুবড়ে পড়বে। কারণ কয়েক দশকে পোশাক শিল্পখাতে দক্ষ শ্রমিকগোষ্ঠী গড়ে উঠেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘তৈরি পোশাক শ্রমিকদের দাবিকে ন্যায্য বলে মনে করি এবং তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।’
আরও পড়ুন: বেলজিয়াম থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী